Shobi Bhul Lyrics (সবই ভুল) James

Shobi Bhul Song Lyrics In Bengali :

তারে হারিয়ে, বুঝেছি 

সে যে কি ছিলো আমার,

তারে হারিয়ে, বুঝেছি 

সে যে কি ছিলো আমার,

আজ হৃদয় পোড়া হাহাকার 

আর বুকে ব্যথারই পাহাড়।

তারে হারিয়ে..


মন কাঁদে প্রাণ কাঁদে 

কেঁদে হয় আকুল,

মন কাঁদে প্রাণ কাঁদে 

কেঁদে হয় আকুল,

এতদিন পরে বুঝেছি আমি 

আমার সবই ছিলো ভুল,

সবই ভুল, সবই ভুল

সবই ছিলো ভুল

আমার সবই ছিলো ভুল। 


সারাজীবন রাখলাম যারে

অন্তরের ভিতর,

ওই সারাজীবন রাখলাম যারে

অন্তরের ভিতর,

ও সে জনম দুঃখী করে গেলো 

আসলো নাতো আর,

সেতো দূর বহুদূর, আরও বহুদূর

দূর সুদূর। 


তারে হারিয়ে, বুঝেছি 

সে যে কি ছিলো আমার,

তারে হারিয়ে, বুঝেছি 

সে যে কি ছিলো আমার,

আজ হৃদয় পোড়া হাহাকার 

আর বুকে ব্যথারই পাহাড়,

তারে হারিয়ে, তারে হারিয়ে

আজ হৃদয় পোড়া হাহাকার 

আর বুকে ব্যথারই পাহাড়,

সবই ভুল, সবই ভুল

সবই ছিলো ভুল,

এতদিন পরে বুঝেছি আমি। 


Previous Post
No Comment
Add Comment
comment url