E Shudhu Gaaner Din Lyrics || এ শুধু গানের দিন

 

E Shudhu Gaaner Din Song Lyrics

এ শুধু গানের দিন

এ লগন গান শোনাবার,
এ শুধু গানের দিন
এ লগন গান শোনাবার,
এ তিথি শুধুগো যেন
দখিন হাওয়ার,
এ তিথি শুধুগো যেন
দখিন হাওয়ার,
এ শুধু গানের দিন
এ লগন গান শোনাবার,
এ লগন গান শোনাবার। 

এ লগনে দুটি পাখি
মুখোমুখি নীড়ে জেগে রয়
কানে কানে রুপকথা কয়,
এ লগনে দুটি পাখি
মুখোমুখি নীড়ে জেগে রয়
কানে কানে রুপকথা কয়।
এ তিথি শপথ আনে হৃদয় চাওয়ার
এ তিথি শপথ আনে হৃদয় চাওয়ার,
এ শুধু গানের দিন
এ লগন গান শোনাবার,
এ লগন গান শোনাবার। 

এ লগনে তুমি আমি
একই সুরে মিশে যেতে চাই
প্রাণে প্রাণে সুর খুঁজে পাই,
এ লগনে তুমি আমি
একই সুরে মিশে যেতে চাই
প্রাণে প্রাণে সুর খুঁজে পাই।
এ তিথি শুধু গো যেন তোমায় পাওয়ার
এ তিথি শুধু গো যেন তোমায় পাওয়ার,
এ শুধু গানের দিন
এ লগন গান শোনাবার,
এ তিথি শুধু গো যেন তোমায় পাওয়ার,
এ শুধু গানের দিন
এ লগন গান শোনাবার,
এ লগন গান শোনাবার। 

Song : E Shudhu Gaaner Din
Film : Pathe Holo Deri
Singer : Sandhya Mukherjee
Music : Robin Chatterjee
Lyricist : Gauriprasanna Mazumder
Label : Saregama India Ltd, Angel Digital

Cover Credits :
Singer: Priyanka Biswas
Music Rearrangement : Partha Barua
Production : 49Blue
Music Label : Seylon Tea
Next Post
No Comment
Add Comment
comment url